ধুনটে সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে হবু বর উধাও!
বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি) : বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে সরকারি চাকরির দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে কলেজ ছাত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে শাহীন (৩৫) নামের এক প্রতারক হবু বর। এঘটনায় শনিবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ঘটক শহিদুল ইসলাম (৫৫) ও প্রতারক হবু বরের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের দিনমজুর রমজান আলীর মেয়ে রোজিনা আকতার ধুনট মহিলা কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী। দিনমজুরের কাজ করার সুবাদে উল্লাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ঘটক শহিদুল ইসলামের সাথে রোজিনার বাবা রমজান আলীর পরিচয় হয়। সেই সুবাদে রোজিনার বিয়ের জন্য একজন পাত্রের সন্ধান দেয় ঘটক শহিদুল ইসলাম। পরবর্তীতে রোজিনার বাড়িতে শাহীন নামে এক ব্যক্তিকে পাত্র সাজিয়ে নিয়ে যায় শহিদুল। দুইপক্ষের পছন্দ হওয়ায় তাদের বিয়ের কথাও চুড়ান্ত হয়। কিন্তু বিয়ের আগে রোজিনাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী পদে চাকরি দেয়ার প্রলোভন দেখায় হবু বর শাহীন। কিন্তু রোজিনার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর গরু-ছাগল বিক্রি করে ১ লাখ টাকা জোগাড় করে ঘটক শহিদুল ও হবু বর শাহীনের হাতে তুলে দেয় রোজিনার বাবা। কিন্তু এরপরও শাহীন ও ঘটক শহিদুল বিভিন্ন অজুহাতে আরো টাকার জন্য চাপ দেয়। পরে বাধ্য হয়ে রোজিনা আকতার বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আরো ৪ লাখ ২০ হাজার টাকা বিভিন্ন সময় শাহীনের ব্যবহৃত মোবাইল ফোনের ০১৯৯৫-১১২৫০৩, ০১৭১৬-৬১৭২১৭, ০১৯৭৬-৬২৯৭৫১ নম্বরে, ডাজ বাংলা ব্যাংক, বিকাশ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুরের ঠিকানায় পাঠিয়ে দেয়। এরপর ২০২০ সালের ২৪ মার্চ শাহীন ধুনট পোষ্ট অফিসের মাধ্যমে রোজিনার ঠিকানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী মতিউর রহমানের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র পাঠায়। গত ১৫ মার্চে স্বাক্ষরিত স্মারকের (নং-১০২২-পাউবো (কউ)/এ-১ (২য় খন্ড) নং) সেই নিয়োগপত্রে রোজিনা আকতারের পদায়নকৃত দপ্তর দক্ষিন পশ্চিমাঞ্চলীয় পরিমাপ বিভাগ, পাউবো, ফরিদপুর উল্লেখ্য রয়েছে। কিন্তু নিয়োগপত্র নিয়ে রোজিনা আকতার বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগপত্রটি ভুয়া বলে আখ্যায়িত করে। এরপর থেকেই রোজিনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারক হবু বর শাহীন। এদিকে প্রতারনার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে এখন নিস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে রোজিনার দরিদ্র পরিবার। এতে নিরুপায় হয়ে রোজিনা আকতার বাদী হয়ে ঘটক শহিদুল ও প্রতারক শাহীন ছদ্দ নামধারী যুবকের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
ভুক্তভোগি রোজিনা আকতার জানায়, সরকারি চাকরী দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র পাঠিয়ে ঘটক শহিদুল ও প্রতারক শাহীন ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একারনে কিস্তির টাকা পরিশোধের দুচিন্তায় তার বাবা ও মা অসুস্থ হয়ে পড়েছে। তাই ওই প্রতারক চক্রকে গ্রেফতার করে আইনগত সহায়তার দাবি জানান তিনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কলেজ ছাত্রীর অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত প্রতারক চক্রকে গ্রেফতার করা হবে।