ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং কমিটি গঠন
বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি) : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা রোধ, বল্যা বিবাহ ও মাদকমুক্ত করার নিমিত্তে জনগনের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আল এমরান, কমিউনিটি পুলিশিং অফিসার এসআই প্রদীপ কুমার বর্মন, এসআই নূরুজ্জামান, এএসআই আতিকুর রহমান, এএসআই আব্দুল আজিজ, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।