কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর জামগ্রাম শান্তা মন্ডল পাড়ায় রাস্তায় হেরিং বন্ড কাজের উদ্বোধন করলেন ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম কামাল
বগুড়া সংবাদ ডট কম কাহালু (এম এ মতিন) (বগুড়া) প্রতিনিধি : শনিবার এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের শান্তা মন্ডল পাড়ায় রাস্তায় হেরিং বন্ড কাজের উদ্বোধন করা হয়।
উক্ত রাস্তায় হেরিং বন্ড কাজের উদ্বোধন করেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল)। এ সময় উপস্থিত ছিলেন কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, সাবেক সদস্য শাহীন, গন্যমান্য ব্যক্তির মধ্যে নান্নু, জুয়েল, গফফার, বাদশা, জালাল সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
ক্যাপসুনঃ শনিবার এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের শান্তা মন্ডল পাড়ায় রাস্তায় হেরিং বন্ড কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান আলমগীর আলম (কামাল)।