ধুনটে বন্যার্ত পরিবারের মাঝে মানবিক বাংলাদেশ সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে মানবিক বাংলাদেশ সংগঠনের উদ্যোগে বন্যার্ত ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
মানবিক বাংলাদেশ সংগঠন বগুড়া জেলা শাখার সভাপতি আবু নাসের ইশতিয়াক জিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমানের সঞ্চালনায় ত্রাণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ইউপি সদস্য সুলতানা জাহান, মানবিক বাংলাদেশ সংগঠন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি জিকরুল জিকু, সাংগঠনিক সম্পাদক অমৃত শর্মা, ধুনট উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক লিমন হোসেন প্রমূখ।