বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া
বগুড়া সংবাদ ডট কম আকাশ স্টাফ রিপোর্টারঃ শুক্রবার বাদ জুম্মা বগুড়া সদরের পল্লিমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের আকস্মিক মূত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, সকলের উচিৎ মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলা। নিজে নিরাপদ থেকে পরিবারের সবাইকে নিরাপদ রাখতে হবে। বয়স্ক ও অসুস্থ্য ব্যক্তিদের উচিৎ মসজিদে না এসে বাড়ীতে থেকেই ইবাদত করা। আংকিত না হয়ে সচেতন হলেই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। সকলে কাছে তিনি আবু বক্করের জন্য দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাফুজার রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক রুমি,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, শাহিন, অত্র মসজিদের মোয়জ্জেম ইয়ামিন সহ মসজিদের মুসল্লী ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।