বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় বন্যা কবলিত ২০০টি পরিবারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (মোশাররফ হোসেন) সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নে বন্যা কবলিত দুইশ’টি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে নৌকা যোগে ওই ইউনিয়নের যমুনার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের মানুষদের দ্বারে-দ্বারে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম,তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।