fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় খেলাঘরের শিক্ষা উপকরন ও ত্রাণ বিতরণ

শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার হরিখালী স্কুল মাঠে খেলাঘর-এর উদ্যোগে ত্রাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : পাবনার ঈশ্বরদী খেলাঘরের সৌজন্যে ও সোনাতলা উপজেলা খেলা ঘরের উদ্যোগে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হরিখালী স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা খেলাঘর সভাপতি মহসিন আলী তাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং শিক্ষা উপকরন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের খুলনা বিভাগীয় সমন্বয়ক এ্যাসিসটেন্ট প্রফেসর হাসানুজ্জামান,ঈশ্বরদী খেলাঘরের সভাপতি দেওয়ান আবুল হাসেম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকিরুল মওলা সুমন, সদস্য শিরিনা মোস্তফা,হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ-আল-মাসুদ ও নিপুন মোহন্ত মাস্টারসহ অনেকে। ওইদিন বন্যার্ত ৫শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও পঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে হরিখালীর বকুলতলা খেলাঘর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =

Back to top button
Close