শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে শিবগঞ্জে ২০হাজার গাছের চারা বিতরন কর্মসুচি উদ্বোধন
শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে শিবগঞ্জে ২০হাজার গাছের চারা বিতরন কর্মসুচি উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে ফলদ বৃক্ষরোপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে চারা বিতরন কর্মসুচি বৃহষ্পতিবার বেলা ১১টায় উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বন বিভাগ কর্তৃক বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ ২০,৩২৫টি চারা জন সাধারনের মাঝে বিনামূল্যে বিতরন করা হবে।
উপজেলা চেয়ারম্যান জনাব ফিরোজ আহম্মেদ রিজু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসুচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আলমগীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আ‘লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ বগুড়ার রেঞ্জ অফিসার মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে বক্তরা বলেন, জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বন বিভাগ কর্তৃক এসব বৃক্ষের চারা রোপন কর্মসুচি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখবে। অনুষ্ঠানে উপজেলা বন বিভাগের কর্মরত মোঃ খাকছার আলী, মোঃ আব্দুল লতিফসহ সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগন বক্তব্য রাখেন।