সারাদেশ
বগুড়া-১ আসনে উপনির্বাচনে বিজয়ী প্রার্থীকে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বগুড়া জেলা শাখার শুভেচ্ছা
বগুড়া সংবাদ ডট কম এস.আই সুমন মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপনির্বাচনে প্রয়াত এমপি জননেতা কৃষিবিদ আব্দুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বগুড়া কলোনী নিজ বাড়িতে তাকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে আসেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পিতিবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশীদ বকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুর রশীদ, রেজাউল করিম, আব্দুল হামিদ, মানিক আলম, মুনজুরুল ইসলাম, শ্রী দিলীপ কুমার রায়, জুলফিকার হায়দার, জাকিরুল ইসলাম, তপন কুমার রায়, ইউসুফ আলী প্রমুখ।