বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় বৃক্ষের চারারোপন উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় বগুড়ার সোনাতলায় বৃক্ষের চারারোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম স্থানীয় শেখ রাসেল স্টেডিয়ামে চারারোপন উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত ফরেস্টার দুলাল চন্দ্র সাহাসহ অনেকে।