সোনাতলায় নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি সংবর্ধনা দিয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শামসুল হক মন্ডল,রোস্তম আলী মন্ডল,অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, অধ্যক্ষ আব্দুল মালেক, অ্যাড.জাকির হোসেন নবাব,ওয়াসিম কুমার জৈন নতুন, আব্দুল মতিন,নবীন আনোয়ার কমরেড,উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আ.ওয়াহেদ,কর্ণেল (অব.) জিল্লুর রহমানসহ অনেকে। বক্তব্য শেষে আওয়ামীলীগ,সহযোগি সংগঠন,ক্রীড়া সংগঠন,পুলিশ প্রশাসন ও সোনাতলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নব-নির্বাচত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।