সোনাতলায় নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে সাহাদারা মান্নান শিল্পী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বুধবার (১৫ জুলাই) বিকেলে সোনাতলা উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শামসুল হক মন্ডল, রোস্তম আলী মন্ডল, আলী তৈয়ব শামীম, শাহিদুল বারী খান রব্বানী, অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, অধ্যক্ষ আব্দুল মালেক, জুলফিকার রহমান শান্ত, অ্যাড.জাকির হোসেন নবাব, ওয়াসিম কুমার জৈন নতুন,তাহেরুল ইসলাম,তরিকুল আলম স্বপন,আব্দুল মতিন,নবীন আনোয়ার কমরেড, উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আ.ওয়াহেদ, কর্ণেল (অব.) জিল্লুর রহমান, রবিউল ইসলাম খাঁন,রবিউল আউয়াল বিপ্লব ও মানিকসহ অনেকে। বক্তব্য শেষে আওয়ামীলীগ, সহযোগি সংগঠন, ক্রীড়া সংগঠন, পুলিশ প্রশাসন ও সোনাতলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নব-নির্বাচত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।