বগুড়ার শিবগঞ্জে কুখ্যাত গরু চোর অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
বগুড়া সংবাদ ডট কম (রশিদুর রহমান রানা শিবগঞ্জ প্রতিনিধি) : বগুড়ার শিবগঞ্জে পুলিশের তালিকা ভুক্ত কুখ্যাত গরু চোর আট মামলার আসামী নূর আলমকে একটি দেশীয় একটি ওয়ান শুটার গান ও চাইনিজ রাইফেলের গুলি সহ গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এলাকার কুখ্যাত গরু চোর এবং আটটি মামলার পলাতক আসামী মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুর আলম তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে আসামি নূর আলমকে জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন ধরে এলাকায় তার দলবল নিয়ে গরু চুরি করে এবং তার কাছে একটি অস্ত্র তার বাড়িতে লুকিয়ে রেখেছে।
তার দেওয়া তথ্য মতে এস এসআই মুস্তাফিজ ও এসআই ইমরানসহ তার বাড়িতে গেলে তার বাড়ির ছাদের উপর ইটের স্তুপের নিচ হইতে এলাকার স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান এবং দুইটি চাইনিজ রাইফেলের গুলি বাহির করিয়া দেয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।