বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
শিবগঞ্জে আলোচিত ময়দানহাট্টা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন নান্নু
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রূপমকে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা হতে সাময়িক বরখাস্ত করায় তার স্থলে সোমবার চেয়ারম্যান প্যানেল-১ শহিদুল ইসলাম নান্নুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক স্মারকে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম কে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, নীতিমালা অনুযায়ী ১নং প্যানেল চেয়ারম্যান কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।