বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে ভি বি ডি সভাপতি মিজানকে ফুলেল সংবর্ধণা
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভি,বি,ডি) রাজশাহী বিভাগের সভাপতি নির্বাচিত হওয়ায় মিজানুর রহমানকে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই সংবধর্ণা জানানো হয়।
এ সময় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার চৌধুর, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, ভিবিডি বগুড়া সদস্য আতিকুর রহমান, আবু হাছান, সাগীর আহম্মেদ জয়, রিয়া প্রমুখ।