শেরপুরে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি)
শেরপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। এ সময় তিনি বলেন, দেশে এখন করোনা ভাইরাসের ক্রান্তিকাল চলছে। সবাই আতংকিত না হয়ে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শেখ হাসিনার সরকার হতদরিদ্র মেহনতী মানুষদের পাশে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সরকারের এই ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।
উপজেলা সুত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৪ লাখ টাকা ব্যয়ে ৪০টি সেলাই মেশিন এবং ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।