শেরপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করায় জরমিানা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শেরপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী আতাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খামারকান্দি ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আমির হামজা সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।
জানা যায়, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করছে খামারকান্দি ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের গোলাম রব্বানির ছেলে আতাউর রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী দন্ড প্রদান করে ৫ হাজার টাকা জরিমানা করে। এবং ঘটনাস্থল থেকে ১ বস্তা গরুর মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। অভিযানে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন। সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা বলেন, জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে