শেরপুর
শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী সাগর হোসেন (১৩) নামের এক শিশুর।
বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে শেরপুর উপজেলার উলিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার শাহজাহান আলীর ছেলে। হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে দ্রুতগামী শাহ্ ফতেহ আলীর একটি কোচ সাইকেল আরোহী সাগরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, নিহতের আত্মীয় স্বজনরা হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে গেছে।