ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সমগ্রী ও গো-খাদ্য বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট সদর ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, শিশুর খাবার ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, ইউপি সদস্য নূরুন্নবী হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক ইসলাম প্রমূখ।