শেরপুর
শেরপুরে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে অর্ধ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু। এসময় সংগঠনের সহ-সভাপতি এ্যাডঃ খায়রুল বাশার সোহাগ, সাধারণ সম্পাদক সুজিত কুমার বসাক, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহ জামাল কামাল, নির্বাহী সদস্য আব্দুল হালিম খোকন, সুদেব চন্দ্র পাল, প্রভাষক নাহিদ আল মালেক, কামরুল হাসান ফারুক, মুন্সী আহসানুল বারী সিদ্দিকী স্বার্থক প্রমুখ উপস্থিত ছিলেন।