fbpx
শেরপুর

শেরপুরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শেরপুর উপজেলার ৬ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২২ এপ্রিল বিকেলে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকের কাছে চাবি হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী শেখ। এ সময় শেরপুর উপজেলা ভাইচ চেয়াম্যান মোঃ শাহজামাল সিরাজী, শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমানের প্রতিনিধি ও শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব আম্বীয়া, শেরপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ শারমিন আক্তারপ্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান, কৃষি সম্প্রসারণ অফিসার ছামেদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মাসুদ আলম।
কৃষি অফিস সূত্রে জানাযায়, শেরপুর পৌরসভার নিমাই চন্দ্র ঘোষ,মির্জাপুর ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান, সুঘাট ইউনিয়নে মোঃ আবু সাঈদ, গাড়িদহে মোঃ মোশাররফ হোসেন,বিশালপুরে মোঃ আনোয়ার হোসেন এবং ভবানীপুর ইউনিয়নে এসএম আবুল কালাম আযাদ কে অর্ধেক মূল্যে এ মেশিন প্রদান করা হয়। কৃষকরা কিস্তিতে এ মূল্য পরিশোধ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =

Back to top button
Close