শেরপুরে এক নার্সের লাশ উদ্ধার \ স্বামী আটক
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে হামছায়াপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে বিলকিছ (২৮) নামের বেসরকারি একটি ক্লিনিকের নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ এপ্রিল বুধবার সকাল ১১টায় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণ পাড়ায় তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী শাহজাহান আলীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলকিছ কাঠালতোলা এলাকার পালস ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। সকাল ৯টায় ক্লিনিকে তার ডিউটি ছিল কিন্তু সময় মত না আসায় সহযোগী নার্স বিপাশা সকাল সাড়ে ১০টায় তার মোবাইলে ফোনে কল করলে স্বামী শাহজাহান ফোনটি রিসিভ করে বিলকিসকে ডাকতে থাকে। কোন সাড়া না পেয়ে শাহজাহান তার মাকে ডেকে আনে এবং বিলকিছকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে থানার এসআই আতিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে কীভাবে মারা গেছে।