শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ত্রাণ বিতরণ ।
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) :
করোনায় কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে বগুড়া শেরপুর উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নিরাপদ দুরত্ব বজায় রেখে উপজেলা চত্ত¡রে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াতক আলী সেখ’র সভাপতিত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পিআইও মো: মমিনুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, পরিসংখ্যান অফিসার সুজন কুমার প্রমুখ। উপজেলা সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সেলুন শ্রমিক, সংবাদপত্রের হকার, ভ্যান শ্রমিক, বাস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের মাঝে পর্যায়ক্রামে এ ত্রান বিতরণ করা হবে।