শেরপুরে কৃষকদের মাঝে আউশ প্রণোদনার সার বীজ বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শেরপুরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে আউশ প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমান মজনু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী শেখ, কৃষি অফিসার শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব আম্বীয়া, সহ-সভাপতি মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ। শেরপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদ আলম জানান, কৃষদের আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এবছর শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ২’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার এবং ২০জন কৃষককে ১৩০ গ্রাম পিয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।