শেরপুরে মাইক্রোবাসের চাপায় অটো চালক নিহত
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
রবিবার (১৯ এপ্রিল ) সকালে বগুড়া -ঢাকা মহাসড়কে সিমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটো চালক শহিদুল ইসলাম শেরপুর উপজেলার কসুম্বি ইউনিয়নের বনমরিচা মধ্যপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
জানাগেছে, ভোরে অটো নিয়ে ভাড়ার জন্য শেরপুর হতে চান্দাইকোন যাওয়ার পথে ধুনকুন্ডি এলাকায় পৌছালে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস অটোকে চাপ দেয়। এতে সে গুরুতর আহতে হলে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমানর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় অটো চালক শহিদুল মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বলেন, দুর্ঘটনায় অটো চালক শহিদুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।