শেরপুরে পাচারকালে ১১ বস্তা সরকারি চাল উদ্ধার
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি )
বগুড়ার শেরপুরে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি ও ত্রাণের ১১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শেরুয়া গ্রামস্থ (পালস্ জেনারেল হাসপাতাল) এর সামনে থেকে চালগুলো উদ্ধার করেন। তবে এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া চালগুলোর মধ্যে রয়েছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ত্রিশ কেজির আট বস্তা চাল ও প্রাণঘাতী করোনায় দুর্যোগ উপলক্ষ্যে দুস্থদের জন্য ত্রাণের পঞ্চাশ কেজি ওজনের চার বস্তা চাল। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা এই তথ্য নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ একটি চক্র সরকারি ওইসব চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে চোরাকারবারিরা চালগুলো ফেলে রেখে পালিয়ে যান। পরে চালগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দ্রæততম সময়ের মধ্যে ওই ঘটনায় জড়িতদের চিহিৃত করতে বলা হয়েছে। তদন্ত শেষে ঘটনায় জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।