শেরপুরে ব্যক্তি উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তি উদ্যোগে অনেকেই দাঁড়িয়েছেন। তাঁরা সাধ্যানুযায়ী সহযোগিতা করছেন। এরই ধারাবাহিকতায় এবার কর্মহীন দিনমজুর, খেটে খাওয়া ও দুস্থ-অসহায় সাহায্যে এগিয়ে এলেন পৌরশহরের উলীপুরপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাদী। তার ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে আট কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন ও একটি করে সাবান দেন তিনি। ওই বিতরণ কার্যক্রমে সমাজসেবক আব্দুল হাদী ছাড়াও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, বগুড়া জেলা জমিয়াতুল মোর্দারেসীনের সভাপতি ও উলীপুর আমেরিয়া সমতুল্যা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, উপাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা মীর্জা আব্দুস সাত্তার, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। একইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন ওসি হুমায়ুন কবির।