শেরপুর
শেরপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বগুড়া সংবাদডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের জিয়ার পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লিখন (৯) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার (০১ এপ্রিল) ভোরে শেরপুর উপজেলার শেরুয়া নামাপাড়া গ্রামে এঘটনা ঘটে।
লিখন শাহ বন্দেগী ইউনিয়নের শেরয়া নামাপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
জানাগেছে, আব্দুল ওহাবের বাড়ির পার্শ্বে একটি পুকুরে প্রতিদিন সকালে মাছ মরে ভেসে ওঠে। লিখন প্রতিদিন ভোরে পুকুরে ভেসে থাকা মাছ ধরতে যায়। বুধবার ভোরে লিখন মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। সকালে প্রতিবেশি জাহিদুল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসিকে নিয়ে উদ্ধার করে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকাবাসী জানান শিশুটি পানিতে ডুবে মারা গেছে।