fbpx
শেরপুর

ব্র্যাক শেরপুর শাখার উদ্যোগে জীবাণুনাশক ছিটানো শুরু

বগুড়া সংবাদডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
করোনাভাইরাস প্রতিরোধে ব্র্যাক বগুড়ার শেরপুর শাখার এলাকা ব্যবস্থাপক হাসানুল কবীর এর উদ্যোগে ব্র্যাক এর নিজ অর্থায়নে এবং শেরপুর জনপ্রশাসনের সহায়তায় শেরপুর পৌর এলাকায় ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে জীবাণুনাশক তরল পদার্থ ছিটানো শুরু করা হয়েছে। জীবানু নাশক পানি ছিটানোয় উদ্বোধন করেন, ব্র্যাক নর্থ ওয়েষ্ট ডিভিশন এর ডিভিশনাল ম্যনেজার কে এ রহমান।
এছাড়া ব্র্যাক নির্বাহী পরিচালক এর এজেন্ডা ৫০ লাখ জনগন কে সচেতন করার লক্ষে পরিস্কার পরিছন্নতা এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্র্যাক কর্মীগন শেরপুর উপজেলায় ব্র্যাক প্রদত্ত্ব লিফলেট ও মোবাইল যোগাযোগের মাধ্যমে প্রায় ৫০ হাজার জন সাধারনকে সচেতন করা হয়। প্রতিদিন ৬ টি মাইক এর মাধ্যমে জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতীর করোনা সচেতনতা বিষয়ক গানের মাধ্যমে প্রতন্ত গ্রাম অঞ্চলে জনগন কে সচেতন করার কাজ চলমান রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুবির কুমার সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক সিডিপি শাহেদুল ইসলাম, ক্লাষ্টার ম্যনেজার মনিটর রওশন আলম, ব্রাক মনিটর মেহেদী হাসান, ফিল্ড কো-ওর্ডিনেটর বি এইচ পি রেদওয়ান চৌধুরী, এলাকা ব্যবস্থাপক প্রগতি জয়নাল আবেদীন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আলমগীর কবীর, শাখা ব্যবস্থাপক সুজন কুমার কুন্ডু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

5 × three =

Back to top button
Close