শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে ট্রাক চালক নিহত
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে রিপন হোসেন (২৮) নামের ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় সেকেন্দার আলী (৩৫) সহ আরো ২ জন আহত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোর ৪ টার দিকে বগুড়া -ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের রিপন হোসেন ভোলা জেলার লালমাইন উপজেলার চাকিতিয়া গ্রামের সুলতান হোসের ছেলে।
জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে বগুড়াগামী ট্রাক (ঢাকা মেট্র ড ১২-২৫৫০) সাথে বিপরিতমুখি বনশ্রী পরিবহন বাস (ঢাকা মেট্র ব ১৪-৪২৬২) মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে অবস্থা অবনতি হলে ঢাকা নেওয়ার পথে ট্রাক চালক মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন। তাদেরকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।