শেরপুরে টাস্কফোর্সের অভিযান, ৭৩ হাজার টাকা জরিমানা \ আটক ১
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনটমোড় এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অহেতুক রাস্তায় ঘোরাফেরা করায় ৫১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে আটক করা হয়েছে।
শনিবার ২৮ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা। এ অভিযানে সহযোগিতায় ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ সঙ্গীয় ফোস, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন, গ্রাম পুলিশ ও পুসাস।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বিধি ভঙ্গ করে কেউ বাহিরে অহেতুক ঘোড়াফেরা, বিভিন্ন পরিবহনে যাত্রি বহন করতে না পারে সেজন্য শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় এ টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে বিভিন্ন পরিবহন যাত্রী বহন করায়, মোটরসাইকেলে একের অধিক আরোহী নিয়ে চলাচল, মুখে মাস্ক ব্যবহার না করা ও বাড়িতে না থেকে অহেতুক রাস্তায় ঘোরাফেরা করায় ৫১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও একটি ট্রাকের (ঢাকা মোট্টো ট ২০-৪৭৩৫) চালক নঁওগা জেলার মহাদেবপুর উপজেলার চৌবাশিয়া গ্রামের সোলায়মানের ছেলে আব্দুল কুদ্দুস (৩২) কে গাঁজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।