fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

জমি নিয়ে দ্বন্দে ফার্মের ৭’শ মুরগী পুড়িয়ে হত্যা

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান): বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের বলদিপালান গ্রামে জমি নিয়ে দ্বন্দের জের ধরে মতিউর রহমান নামে এক ব্যবসায়ীর পোল্ট্রী ফার্মে আগুন ধরিয়ে দিয়ে ৭’শ বয়লার মুরগী পুড়িয়ে মেরে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

এঘটনায় মতিউর রহমান বাদি হয়ে শুক্রবার প্রতিবেশী ৫ জনকে অভিযুক্ত করে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, বলদিপালান গ্রামের মৃত সাদেক আলী ফকিরের পুত্র মাহফুজার রহমান ফকির (৫৫) ও তার পুত্র মামুন (৩৬), মৃত মোহাম্মাদ আলীর দুই পুত্র মোশারফ (৫৪) ও আব্দুর রহিম (৪১) এবং আজাহার আলী ফকিরের পুত্র বাবলু মিয়া (৪০)।

ব্যবসায়ী মতিউর রহমান জানান, প্রতিবেশী মাহফুজার রহমান ও তার ভাই ভাতিজাদের সাথে জমি নিয়ে দ্বন্দ চলছে। এনিয়ে প্রায়ই তারা হুমকি-ধামকি দিত। গত শুক্রবার মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারা পথ আটকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও ক্ষতি করার হুমকি দেয়। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাড়ির পাশে তার পোল্ট্রী ফার্মে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। মুহুর্তের মধ্যে ফার্মের সেড সহ ৭’শ বয়লার মুরগী পুড়ে মারা যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্ত মাহফুজার রহমান সহ তার ভাই ভাতিজাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

থানার ওসি আজিম উদ্দিন জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button
Close