শেরপুরে স্যানিটাইজার চড়া দামে বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীর জরিমানা
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে স্যানিটাইজারের (হেক্সিসল) চড়া দামে বিক্রি করায় ২৩ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মেসার্স আসমা মেডিকেল স্টোরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ।
জানা যায়, সাধারণ মানুষ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য স্যানিটাইজার (হেক্সিসল) ব্যবহারের জন্য ফার্মেসীগুলোতে কিনতে গেলে কিছু অসাধু ব্যবসায়ীরা চড়া দামে স্যানিটাইজার (হেক্সিসল) বিক্রয় করে। এমন সংবাদ পেয়ে স্থানীয় বাসষ্ট্যান্ডে অবস্থিত ড্রাগিষ্ট ও কেমিষ্ট সমিতির সভাপতি মোকারিম হোসেন রবি’র ব্যবসা প্রতিষ্ঠান আসমা মেডিকেল স্টোরে যায়। সেই দোকানের কর্মকচারীরা ৪০ টাকা দামের হেক্সিসল ১শ ৩০ টাকা বিক্রয় করে। তাৎক্ষনিক আসমা মেডিকেল স্টোরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, যদি কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পন্য ও স্যানিটাইজারের দাম বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনাত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বর্থে এ অভিযান অব্যাহত থাকবে।