শেরপুরে বসত বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাট
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে দিনদুপুরে বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে লুটপাট করার অভিযোগ উঠেছে অশি^নী (৪০) এর বিরুদ্ধে।
গত ২৩ মার্চ সোমবার দুপুর ১২টায় উপজেলার খানপুর ইউনিয়নের ভিনজানি হিন্দুপাড়া গ্রামের মৃত বাদল চন্দ্র প্রাং এর ছেলে মুন্টু চন্দ্র প্রাং এর বাড়িতে কেউ না থাকার সুগোগে প্রতিবেশি রুহীনী চন্দ্রের ছেলে অশি^নী ও তার ভাতিজা সুজিত এবং মিনি রানী, পারুল রানী, বাসুরী রানীসহ অজ্ঞাত নামা ভাড়াটে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাড়িতে থাকা নগদ ৪০ হাজার টাকা, ৪ ভরি গহনা, পুরাতন ধাতব মুদ্রা, প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়। প্রতিবেশিরা আমাকে খবর দিলে বাসায় এসে বাড়ীঘর ভাংচুর ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে অশি^নীর বাসায় গেলে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপরে মুন্টু চন্দ্র প্রাং জানান, পূর্ব শত্রæতার জেরে অশি^নী ও তার ভাতিজা সুজিত, মিনি রানী, পারুল রানী, বাসুরী রানীসহ অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জন এ হামলা চালায়।