শেরপুর
শেরপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় হিম্মত আলী (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত হিম্মত কৃষ্ণপুর যমুনা পাড়া ছবের উদ্দিনের ছেলে। সে সামিট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
আজ ২২ মার্চ রবিবার দুপুর ১২ টায় শেরুয়া বটতলা হাওয়াখানা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইল ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল এ নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় মারা যায়।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সে ধাক্কা দিলে গুরুতর আহত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল চিকিৎসার জন্য ভর্তি করা হয়।