fbpx
শেরপুর

 শেরপুর বাজারে ভ্রাম্যমান আদালত টিম দেখেই কেজি প্রতি দাম কমলো ১০ টাকা!

পেঁয়াজ-আলুসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ ঃ
করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করে বেশি দামে বিক্রি করার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন বাজারে আলু ও পেঁয়াজের আড়ত সহ দোকানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ নেতৃত্বে শেরপুর থানার এস আই আজাহার আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন বাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী বাজারের আড়তগুলিতে পেঁয়াজের পাইকারী দর-৪২-৪৩ টাকা কিন্তু পৌরসভার সকাল বাজারে ৪৭ টাকা থেকে ৫০টাকা খুচরা বিক্রয় হচ্ছে। এ সময় ১ কেজি লবনে ২০ গ্রাম কম দেয়ায় রতন দত্ত (৩০) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পেঁয়াজের দাম ৬০টাকায় বিক্রয় করায় রেজিস্ট্রি বাজারে হৃদয় (২২) কে ২ হাজার টাকা, মির্জাপুর বাজারের মোঃ আব্দুল মজিদ (৪০) কে ১ হাজার টাকা, আবু হানিফকে ১ হাজার, উইনুস আলীকে ১ হাজার টাকা এবং রেজিস্ট্রি বাজারের রাস্তার উপর তেলের ড্রাম রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মাহমুদুল হাসান কে ২ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) জামসেদ আলাম রানা হাটখোলা রোড, গাড়িদহ বাজার এবং শেরুয়া বটতলা বাজারে অভিযান চালিয়ে ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় সকলের উদ্দেশ্যে ইউএনও লিয়াকত আলী সেখ বলেন, করোনা আতঙ্কে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। এর মধ্যেও কিছু সিন্ডিকেট উদ্দেশ্যমূলকভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে, তারা বিবেকহীন, দেশ, জাতি ও মানবতার শত্রু। জেল জরিমানা সহ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে মনিটরিং টিম এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =

Back to top button
Close