শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) ”মুজিববর্ষের অঙ্গীকার,সুরক্ষিত ভোক্তা অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনা (ভূমি) জামশেদ আলাম রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারি ডাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, মহিলা বিষয়ক অফিসার সুবির কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।