সাবেক সংসদ সদস্য মরহুম আমান উল্লাহ্ খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) বগুড়ার শেরপুরে জয়লা জুয়ান ডিগ্রী কলেজের আয়োজনে সাবেক সংসদ সদস্য ও জয়লা জুয়ান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আমান উল্লাহ্ খান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ মার্চ সকাল সাড়ে ১১টায় জয়লা জুয়ান ডিগ্রী কলেজে মৃত্যু বার্ষিকী উৎযাপন কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর আব্দুর রউফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক চিফ রিপোর্টার ও জয়লা জুয়ান ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়লা জুয়ান ডিগ্রী কলেজের অধ্যক্ষ হোসেন আলী, উপাদক্ষ আনোয়ার হোসেন, শেরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আয়ুব খান, প্রবীন শিক্ষক হাবিবুর রহমান, সমাজ সেবক আব্দুল কাদের, বাবলু সরকার, শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে রুহের মাগফিরাত কমনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।