শেরপুর সরকারি কলেজের অফিস সহায়ক হাফিজুর রহমান ইন্তেকাল
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শেরপুর প্রেসক্লাবের সদস্য শাকিল আহম্মেদের পিতা হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার ২১ফেব্রয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি শেরপুর সরকারি কলেজের অফিস সহায়ক কর্মরত ছিলেন। স্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ২২ ফেব্রয়ারী শনিবার বাদ আছর শেরপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তার রুহের মাগফেরাত কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন শেরপুর প্রেসক্লাকের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সহ সভাপতি আব্দুল মান্নান, সাহিত্য সম্পাদক আব্দুল আলিম, নির্বাহী সদস্য নিমাই ঘোস, সাইফুল বারী ডাবলু, সবুজ চৌধুরী, শাহ-জামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আবু জাহের, যোবায়ের হোসাইন, মাহফুজ আহমেদ সহ সকল সদস্যবৃন্দ