শেরপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
‘‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রæয়ারি রোববার বেলা ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় শেরপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, সেমি অটো রাইচ মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব, উপজেলা চাউল কল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল হামিদ, উপজেলা কেমিষ্ট ও ড্রাগিস্ট সমিতি’র সভাপতি মোকারিম হোসেন রবি।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা সেনিটারী কর্মকর্তা তাহমিনা পারভীন, শেরপুর খাদ্য গুদাম কর্মকর্তা আতিকুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদাম কর্মকর্তা মুকুল টুডু, পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।