শেরপুর শহীদিয়া স্নাতকোত্তর কামিল মাদরাসায় হিফজখানা মরহুম রইস উদ্দিন হলের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শেরপুর শহীদিয়া স্নাতকোত্তর কামিল মাদরাসায় তিন তলা বিশিষ্ট হেফজখানার মরহুম রইস উদ্দিন হলের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন আবুধাবী প্রবাসী আবুধাবী নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ডিভিশনের ইলেকট্রিসিটি অপারেশন ম্যানেজার আলহাজ্ব প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকাল ৫টায় শেরপুর শেরপুর শহীদিয়া স্নাতকোত্তর কামিল মাদরাসা প্রাঙ্গনে অত্র মাদারাসার অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য শেরপুর-ধুনট নির্বাচনীয় এলাকা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শেরপুর শহীদিয়া স্নাতকোত্তর কামিল মাদরাসায় শরীর চর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর শহীদিয়া স্নাতকোত্তর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ সামছুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, এমপির পিএস কোরবান আলী মিলন, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ মাদরাসার শিক্ষক, গর্ভনিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।