চাকুরীর জন্য বিদেশ যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও ভাষা জেনে যেতে হবে ——-ডিসি ফয়েজ আহাম্মদ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, সরকারি নির্দেশনা মেনে বিদেশ গেলে কোন বিপদ হবে না। ২/১ জনের ঘটনাশুনে আতংকিত হওয়ার কোন কিছু নেই। তিনি আরও বলেন চাকুরীর জন্য বিদেশ যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন ও ভাষা জেনে যেতে হবে। গত ২৫ ও ২৬ জানুয়ারী/২০২০ইং বগুড়া লাইট হাউসের কনফারেন্স রুমে ব্রিটিশ হাই কমিশনের সহায়তা এবং লাইট হাউস কর্তৃক পরিচালিত “বাংলাদেশের নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প” এর আওতাধীন অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল প্রশিক্ষণের ১ম দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন লাইট হাউস এর নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ। প্রশিক্ষণে প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদা ইয়াসমীন ও প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. রকিবুল হক খান মানবপাচার, নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষাপট, অভিবাসন সম্পর্কিত তথ্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এরপর অংশগ্রহণকারী অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউস এর আইসিটি বিশেষজ্ঞ মো. সামছুজ্জোহা তুহিন। ১ম দিনে কাহালু, সদর ও শেরপুর উপজেলা থেকে ৭৬ জন মহিলা অভিবাসী এবং ২য় দিনে ৭৬ জন অভিবাসন প্রত্যাসী নারী অংশগ্রহন করে। ২য় দিনে প্রশিক্ষক সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বøাষ্টে এর সমন্বয়কারী আশরাফুন্নাহার স্বপ্না, টিটিসি’র সিনিয়র ইন্সিট্রাক্টও দোলেমা জাহাস ও প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদা ইয়াসমীন। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপন করেন লাইট হাউস এর নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ।