আদমদীঘি পাইলট বালিকা মহাবিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : রবিবার দুপুরে বগুড়ার আদমদীঘির পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন, এস,এস,সি পরিক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরন, মিলাদ মাহফিল, প্রতিষ্ঠানের হিসাব রক্ষক আজিজারের রহমানের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য মন্ধসঢ়;জুয়ারা বেগম, আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা খন্দকার, আদমদীঘি সদর ইইনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, হেলাল উদ্দিন, সমিনুল ইসলাম সুমন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।