শেরপুরে বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ):
‘ক্যান্সার থেকে বাঁচুন, ভায়া করতে আসুন’- এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনব্যাপী বিশেষ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
রবিবার ২৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এই ক্যাম্পে ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম নারীর জরায়ুমুখ পরীক্ষা (ভায়া) কররেন ও ব্যবস্থাপত্র দেন। ইউএসএফপিএ ফিল্ড অফিসার ডা. কানিজ এ মেডিক্যাল ক্যাম্পটির নেতৃত্ব দিচ্ছেন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের জানান জানান, প্রাথমিক পর্যায়ে ভায়া করে এই রোগ ধরা পড়লে আরোগ্য সম্ভব। নারীকে ক্যান্সার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে বয়স ত্রিশের বেশি হলে তিন বছর পরপর অবশ্যই ভায়া করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাতৃস্বাস্থ্য ক্ষেত্রে পরামর্শদাতা (ওজিএসবি) খুখি খাতুন, সাধনা, সাজেদা খাতুন, জান্নাত, এসএসএন আব্দুল খালেক।