অন্তাহার দাখিল মাদ্রাসায় বাৎসরিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন, দাখিল পরিক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুল হক আবু। অন্যান্যদের উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব, আবু বক্কর সিদ্দীক, সাবেক সুপার কাজেম উদ্দীন, সহকারি সুপারিনটেনডেন্ট দেলওয়ার হোসেন, অভিভাবক আব্দুস সাত্তার, শিক্ষক খোরশেদ আলম, গোলাম রব্বানী, আব্দুস সোবহান, বেলী আখতার প্রমূখ । অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সাবেক সুপার কাজেম উদ্দীন । পরে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।