নেকটার বগুড়ায় শিক্ষকদের ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স (২০১৯-২০ অর্থ বছর) ২২ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ২৫ জানুয়ারি ২০২০ খ্রি. শনিবার নেকটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নেকটার উপ-পরিচালক মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হযরত আলী।
স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর ২০১৯ খ্রি. ৮টি বিভাগের ৪৬টি জেলার ৮৮টি উপজেলার ১১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন। পরে মেধা তালিকায় প্রথম ৩ জন কে প্রধান অতিথি ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। ১ম স্থান অর্জন করেন মোঃ মোজাম্মেল হক মজুমদার, প্রধান শিক্ষক, বাতাবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সদর দক্ষিণ, কুমিল্লা। ২য় স্থান অর্জন করেন মোঃ আসাদুজ্জামান, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, সদর, ময়মনসিংহ এবং ৩য় স্থান অর্জন করেন মোছাঃ নাহিদা আক্তার, সহকারী শিক্ষক, ধলানামাপাড়া ডাঃ আবুল কাসেম দাখিল মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ।