ধুনটে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। আহতরা হলো উপজেলার বেড়েরবাড়ী গ্রামের রইচ উদ্দিনের ছেলে হারেজ উদ্দিন, তার ছেলে ইব্রাহিম হোসেন, মেয়ে রুপালী, মাসুদা, মাফুজার রহমানের মেয়ে মাধুবী আক্তার ও আবু তালেবের স্ত্রী রাজিয়া সুলতানা। এ ঘটনায় বুধবার রাতে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়েরবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে মনজুরুল আলমের সাথে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে হারেজ আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক বার গ্রাম্য শালিস বৈঠক হলেও কোন সমঝোতা হয়নি। এঅবস্থায় গত মঙ্গলবার আজিজার রহমানের ছেলে মনজুরুল আলম তার লোকজন নিয়ে হারেজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের চাষকৃত কলার বাগান ও ভূট্টার ক্ষেত নষ্ট করতে থাকে। এসময় হারেজ উদ্দিন ও তার ছেলে ইব্রাহিম বাধা দিলে মনজুরুল ও তার লোকজন তাদের মারপিট করে আহত করে। পরে তাদের উদ্ধার করতে এলে রুপালী খাতনু, মাসুদা, মাধুবী ও রাজিয়া খাতুনও আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বুধবার রাতে বেড়েরবাড়ী গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী শামছুন নাহার বাদী হয়ে মনজুরুল আলম সহ ১৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বেড়েরবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ও মনজুরুলের স্ত্রী লাকী খাতুন কে আটক করেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই জন কে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।