বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
উইকেয়ার এর উদ্যোগে বগুড়ায় বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন
উইকেয়ার এর উদ্যোগে বগুড়া মিশন হাসপাতালের সহায়তায় কিছু দুঃস্থ ও অসহায় মানুষের ছানি বিনামূল্যে অপারেশন, লেন্স সংযোজন, ঔষধ, পরামর্শপত্র ও চশমা প্রদান করা হয়েছে। বগুড়া মিশন হাসপাতালের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ জিল্লুর রাহমানের সার্বিক চিকিৎসা সেবায় এ চক্ষু ক্যাম্প পরিচালিত হয় | এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উইকেয়ার এর সহ-সভাপতি মোঃ ইমরান হক দিহান এবং কার্যকরী সদস্য মোঃ সৌরভ হোসেন |
Chat conversation end