বগুড়ার শাজাহানপুরে ফসলের মাঠে ফুটবলে মজলেন কয়েক হাজার দর্শক
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে ফসলের মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মজেছেন কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক। উপজেলার সাজাপুর দারিকামারিপাড়ায় একটি ফসলের জমিতে ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে এলাকার যুব সমাজ। বৃহস্পতিবার বিকেলে ওই মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়। খেলা দেখতে আশপাশ এলাকার কয়েক হাজার ফুটবলপ্রেমী নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা খেলা দেখতে আসেন। নাইজেরিয়ান সহ বিভিন্ন জেলার বাছাইকৃত খেলোয়াড়দের ক্রীড়া নৈপন্যে মুগ্ধ হোন ক্রীড়ামোদী দর্শকরা। খেলায় শাজাহানপুর খেলা ঘরকে ১-০ গোলে হারিয়ে পুরস্কার জিতে নেয় বিসমিল্লাহ পোল্ট্রী ফার্ম ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম শ্রেণীর রেফারী বগুড়া ফুটবল রেফারী সমিতির সাধারন সম্পাদক নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক জিবরীল বাবু। তাকে সহযোগীতা করেন বাফুফের প্রথম শ্রেণীর রেফারী জোবায়ের রহমান ও দ্বিতীয় শ্রেণীর রেফারী আনোয়ার হোসেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু। এর আগে খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শামছুদ্দীন শেখ হেলাল। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার বিশিষ্ট্য ব্যবসায়ী মনোয়ার হোসেন পান্না, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজু আহমেদ, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল জব্বার, সেলিম রেজা প্রমুখ। এসময় আয়োজক কমিটির সভাপতি সাবেক ই্ধসঢ়;উপি সদস্য এনামুল হক, সাধারন সম্পাদক শ্রমিকলীগ নেতা জাকারিয়া এবং পরিচালনা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুল ইসলাম আকাশ ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।