বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
উইকেয়ার এর উদ্যোগে বগুড়া সদরেরে তেলিহারায় অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): উইকেয়ার এর উদ্যোগে এবং আল ইসমাহ ফাউন্ডেশন এর সহয়তায় বৃহস্পতিবার বগুড়া সদরে তেলিহারা গ্রামে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উইকেয়ার এর সহ -সভাপতি মোঃ ইমরান হক দিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইকেয়ার এর জেনারেল সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ নাকিহ , কার্যকারী সদস্য মোঃ সৌরভ হোসেন সহ , আল ইসমাহ ফাউন্ডেশন এর সভাপতি কে.এম আমিনুল ইসলাম , সিনিয়র সহঃসভাপতি আঃ খালেক খোকন , সহঃসভাপতি ইসলামুল হক সাগর , সাধারন সম্পাদক সোহেল রানা , কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রাসেল , ধর্মীয় সম্পাদক আঃ সালাম , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাহাতুল আলম রাহাত , ক্রীড়া সম্পাদক আঃ ওয়াহেদ , জাকির হোসেন , ইহসানুল হক শুভেচ্ছা , মিজানুর রহমান প্রমুখ।